ব্রেকিং নিউজ :

দৃষ্টিকোণ নিউজ একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অনলাইন সংবাদ মাধ্যম, যা সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে।

আমরা দেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভরযোগ্য প্রতিবেদন প্রকাশ করি।

ফুটবল

চার বছর আগের বকেয়া মেটাতে যাচ্ছে বার্সেলোনা, মেসিকে দিচ্ছে ৮৫ কোটি টাকা

চার বছর আগের বকেয়া মেটাতে যাচ্ছে বার্সেলোনা, মেসিকে দিচ্ছে ৮৫ কোটি টাকা Image সংগৃহীত | ছবি: ফাইল ছবি
ইমেইল :
১৭

চার বছর আগে আবেগঘন বিদায়ে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসির সঙ্গে ক্লাবটির আর্থিক সম্পর্ক তখনও পুরোপুরি শেষ হয়নি। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে বিদায় নেওয়ার সময় ক্লাবের কাছে মেসির বিপুল অংকের পারিশ্রমিক বকেয়া ছিল। অবশেষে সেই বকেয়া পরিশোধ করতে যাচ্ছে বার্সেলোনা।স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর বরাত দিয়ে জানা গেছে, চলতি মাসের মধ্যেই মেসিকে ৫.

৯৬ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৮৫ কোটি ৩৯ লাখ টাকা পরিশোধ করবে বার্সেলোনা। এটি মেসির সঙ্গে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির চূড়ান্ত কিস্তি।করোনাভাইরাস মহামারির সময় তীব্র আর্থিক সংকটে পড়ে যায় বার্সেলোনা। সেসময় ক্লাবের বিভিন্ন খেলোয়াড় ও কোচদের বেতন আটকে যায়। মেসির পাশাপাশি স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেতস, উসমান দেম্বেলে, ফিলিপে কুতিনহো এবং কোচ রোনাল্ড কোমানও বকেয়া পারিশ্রমিক পাননি।তৎকালীন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে ছিল বাজে ব্যবস্থাপনার অভিযোগ, যা অনেকের মতে মেসির ক্লাব ছাড়ার অন্যতম কারণ। এই বিদায়ের সময় ক্যাম্প ন্যু-তে কেঁদে ফেলা মেসির ছবি ফুটবলবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।বিদায়ের পর ২০২১ সালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন মেসি। সেখানে দুই মৌসুম কাটিয়ে ২০২৩ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। নতুন ক্লাবে যোগ দিয়েই দারুণ পারফর্ম করছেন তিনি।ইন্টার মায়ামির হয়ে মেসি ইতোমধ্যে জিতেছেন ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। এছাড়া সেখানে যোগ দিয়েছেন তার বার্সেলোনার দুই ঘনিষ্ঠ সাবেক সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্দি আলবা। অনেকেই বলছেন, ইন্টার মায়ামি এখন যেন বার্সেলোনার পুরোনো ঐক্যের প্রতিচ্ছবি। বিশ্লেষকরা মনে করছেন, বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে বার্সেলোনা শুধুই একটি আর্থিক দায় নয়, বরং মেসির প্রতি তাদের সম্মান এবং অতীত সম্পর্কের মূল্যায়নও প্রকাশ করছে। দীর্ঘদিনের দেনা মেটানোর এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ফুটবলভক্তরা।

সম্পর্কিত ট্যাগ :

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

সম্পর্কিত খবর