দুটি পেনাল্টি মিস করেও ইউরো নারী ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা সুইজারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে ইউরো ইতিহাসে দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠলো।গতকাল রাতে সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে স্পেন ছিল একচেটিয়া আধিপত্যে, তবে ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না। ৯ মিনিটেই পেনাল্টির সুযোগ পায় স্পেন, কিন্তু মারিওনা কালদেনতের শট পোস্টের বাইরে চলে যায়। এরপর একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে কোনো গোল পায়নি দলটি।দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্রবিরতির পর আক্রমণে ধার বাড়ায় স্পেন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা। ৬৬ মিনিটে স্পেনের প্রথম গোলটি করেন উইঙ্গার অ্যাথেনা দেল কাসতিল্লো। এরপর ৭১ মিনিটে ক্লাউদিয়া পিনা দুর্দান্ত এক গোল করে ব্যবধান বাড়ান।৮৮ মিনিটে দ্বিতীয় পেনাল্টির সুযোগ পায় স্পেন, তবে এইবার
অ্যালেক্সিয়া পুতেয়াসের শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক। যদিও পেনাল্টি মিস করেও ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি তা। এটি ছিল ইউরোতে স্পেনের ইতিহাসে প্রথম নকআউট জয়।অতীত ইতিহাস ও পরবর্তী চ্যালেঞ্জইউরো ইতিহাসে ১৯৯৭ সালে প্রথমবার সেমিফাইনালে উঠেছিল স্পেন। এরপর ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালের আসরে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। এই প্রথম তারা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলো, তাও আবার পেনাল্টি মিসের পরও দারুণ পারফরম্যান্স দেখিয়ে।আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ফ্রান্স বা জার্মানি, যারা আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি।খেলোয়াড়দের প্রতিক্রিয়া ম্যাচ শেষে স্পেনের গোলদাতা কাসতিল্লো বলেন, “সেমিফাইনালে যেতে পারায় আমরা ভীষণ উচ্ছ্বসিত। দল সর্বোচ্চটা দিয়েছে এবং পরিবেশ ছিল দুর্দান্ত। আমরা এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
মন্তব্য (০)