নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই এসএসসি পরীক্ষার্থীর ফলাফলে গুরুতর ভুল ধরা পড়েছে। তারা চলতি বছর শুধুমাত্র একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিলেও, ফলাফলে দুইটি বিষয়ে ফেল দেখানো হয়েছে, যার একটি বিষয়ে তারা আদৌ পরীক্ষাই দেয়নি।এই ভুলের শিকার হয়েছেন আহমেদপুর ডিগ্রি কলেজের ‘ফুড প্রসেসিং’ ট্রেডের শিক্ষার্থী সাব্বির আহমেদ এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস’ ট্রেডের শিক্ষার্থী আরাফাত সর্দার।আহমেদপুর ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, সাব্বির আহমেদ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মোট ১৫টি বিষয়ের মধ্যে ‘আত্মকর্মসংস্থান’ বিষয়ে অকৃতকার্য হন। পুনরায় অংশ নেন শুধু সেই একটি বিষয়েই। কিন্তু ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাকে ‘আত্মকর্মসংস্থান’ ছাড়াও ‘কৃষি’ বিষয়েও ফেল দেখানো হয়েছে, অথচ সেই বিষয়ের কোনো পরীক্ষায় তিনি অংশ নেননি।সাব্বির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি কৃষি বিষয়ে পরীক্ষাই দিইনি, অথচ ফলাফলে আমাকে ফেল দেখা
নো হয়েছে। এটা স্পষ্টতই ফল প্রস্তুতকারীদের অবহেলার ফল।”এ প্রসঙ্গে আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী জানান, “এটি সম্ভবত কারিগরি শিক্ষা বোর্ডের আইটি সেকশনের ত্রুটির কারণে হয়েছে। আমরা বিষয়টি বোর্ডে জানিয়েছি এবং সংশোধনের জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছি।”একই ধরনের ত্রুটি দেখা গেছে আরেক শিক্ষার্থী আরাফাত সর্দারের ফলাফলেও। তিনি শুধুমাত্র ‘রসায়ন’ বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন এবং এ বছর কেবল সেই বিষয়েই অংশগ্রহণ করেন। কিন্তু চূড়ান্ত ফলে তাকে ‘রসায়ন’ ছাড়াও ‘কৃষি’ বিষয়েও ফেল দেখানো হয়েছে, অথচ তার প্রবেশপত্রেই কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না।আরাফাত বলেন, “এ ধরনের ভুল একেবারেই অপ্রত্যাশিত। এটি আমার শিক্ষাজীবনের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।” বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফলাফলে যে ভুল হয়েছে, তা আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং সংশ্লিষ্ট বোর্ডে লিখিতভাবে জানিয়েছি।”
মন্তব্য (০)