দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসনিক কাঠামোয় এসেছে নতুন পরিবর্তন। দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম।আজ বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ খালেদ রহীমকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব পদে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।নতুন এই নিয়োগের মাধ্
যমে খালেদ রহীম, সদ্য বিদায়ী সচিব খোরশেদা ইয়াসমীনের স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, খোরশেদা ইয়াসমীন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।দুদক বাংলাদেশের দুর্নীতিবিরোধী অভিযান ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কমিশনের নেতৃত্বে এ ধরনের রদবদল প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সংক্ষেপে মূল তথ্য: নতুন সচিব: মোহাম্মদ খালেদ রহীম পূর্বের পদ: অতিরিক্ত সচিব বর্তমান পদ: সচিব, দুর্নীতি দমন কমিশন পূর্ববর্তী সচিব: খোরশেদা ইয়াসমীন (অবসরোত্তর ছুটি)
মন্তব্য (০)