জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার খাগড়াছড়ি জেলায় আয়োজন করেছে তাদের চলমান কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। সকাল থেকেই পার্বত্য জেলা জুড়ে দেখা গেছে এক উৎসবমুখর পরিবেশ এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান উপস্থিতি।বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর মিছিলটি মহাজনপাড়া, নারকেল বাগান বাজার ও আদালত সড়ক হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে। সমাপ্তির পর খাগড়াছড়ি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এক জনসভা, যেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এনসিপির পদযাত্রা ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে বর্ণাঢ্য তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে সড়কপথ। এতে করে পুরো শহর যেন একটি রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছে।খাগড়াছড়ি জেলা
র পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, “পদযাত্রা ও জনসভা ঘিরে পুলিশ রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”এনসিপির একটি অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আজকের কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এছাড়াও দলের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা খাগড়াছড়িতে ইতোমধ্যে অবস্থান করছেন। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা জানিয়েছেন, “পদযাত্রায় জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা আসবেন। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা।” তিনি আরও বলেন, “আমরা আশা করি সব রাজনৈতিক দল ও জনগণ আমাদের এই শান্তিপূর্ণ পদক্ষেপে সহযোগিতা করবেন।”
মন্তব্য (০)