চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় সৌজন্য সাক্ষাতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।রোববার (২১ জুলাই) রাত ১০টার দিকে নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীরা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছালে শিক্ষার্থী ও শিক্ষকরা তাঁদের আন্তরিকভাবে বরণ করে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাসা চত্বরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরেন এবং স্বাগত জানান। এ সময় নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সফরকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ। তিনি বলেন, ‘নাহিদ ইসলাম মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও ছাত্রদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এখান থেকে চট্টগ্রাম শহরে ফিরে গিয়ে আগামীকাল সকালে খাগড়াছড়ির কর্মসূচিতে অংশ নেবেন।’আগামীকাল খাগড়াছড়িতে এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর একই কর্মস
ূচির ধারাবাহিকতায় খাগড়াছড়ি থেকে ফেনী জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন দলের নেতাকর্মীরা।এর আগে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয় “জুলাই পদযাত্রা” শেষ সমাবেশ। বিকেল পাঁচটায় বহদ্দারহাট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। বহদ্দারহাট এলাকায় গত বছর ১৮ জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া পাঁচ কর্মীর স্মরণে এখান থেকেই পদযাত্রার সূচনা করা হয়।পদযাত্রা শেষে বিপ্লব উদ্যানে সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা, পরে সেখান থেকেই হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন।নাহিদ ইসলামের সঙ্গে মাদ্রাসা সফরে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ প্রমুখ। তাঁরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। ১ জুলাই থেকে এনসিপি দেশজুড়ে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” নামে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। বিভিন্ন জেলা ও অঞ্চলে এই কর্মসূচির মাধ্যমে দলের পক্ষ থেকে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং জাতীয় পুনর্গঠনের আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য (০)