সুন্দর বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচনের জন্য ঐকমত্য গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেছেন। ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাকটিভিস্ট, ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।ইফতার মাহফিল সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব ও সদস্য মীর হাবীব আল মানজুর।বক্তব্য কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে। মোহাম্মদপুরের মতো সাংস্কৃতিক বৈচিত্র্যময় এলাকাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত মহল্লা হিসাবে গড়ে তুলতে আমাদের সবার একত্রে কাজ করার কোনো বিকল্প নেই।’যুগ্ম
আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচনের জন্য আমাদের মধ্যে ঐকমত্য গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মোহাম্মদপুর গড়ে তোলাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এ জন্য আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে একত্রে কাজ করতে বদ্ধপরিকর।’আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, মোহাম্মদপুরের শহীদ রাকিবের বাবা, শহীদ সৈকতের বোন এবং আহত যোদ্ধা শাহীন।অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, সাকিব মাহাদী, সংগঠক মোস্তাক আহমেদ শিশির, মনসূর আবদুল্লাহ, মুনতাসির মাহমুদ প্রমুখ।ইফতার মাহফিলে বৃহত্তর মোহাম্মদপুর জোনের এনসিপির বিভিন্ন ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়েতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামের মোহাম্মদপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
মন্তব্য (০)