সকালের টানা বৃষ্টিতে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি ভেসে গেছে। মাঠ ঢাকা ছিল কাভারে, উইকেট ছিল অচেনা। তবে বৃষ্টির বিরতির পর এখন আকাশে রোদের ঝলকানি। দুপুর ১টা থেকে খেলা শুরুর ঘোষণা দিয়েছে ম্যাচ অফিসিয়ালরা।চা বিরতির সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা ২০ মিনিটে, যা থেকে বোঝা যাচ্ছে দ্বিতীয় সেশনেই মাঠে নামবেন ক্রিকেটাররা। মাঠ কর্মীদের নিরলস পরিশ্রমে মাঠ প্রস্তুত করার কাজ অনেকটাই এগিয়ে গেছে।এদিকে উইকেটের ওপরে থাকা কাভার সরিয়ে নেওয়া হয়েছে, এ
বং বাংলাদেশের ব্যাটসম্যানরা নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন। এর মধ্যেই মাঠে এসে পর্যবেক্ষণ করেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।সকাল থেকে অস্থিরতা আর অপেক্ষার পর অবশেষে এসেছে সুখবর। যদিও প্রথম সেশনের খেলা বাতিল হয়ে গেছে, তবে এখন উৎসুক দর্শকদের জন্য অপেক্ষা শুধু দ্বিতীয় সেশন পর্যন্ত। রোদ উঠেছে, উইকেট উন্মুক্ত—সব মিলিয়ে খেলা শুরু নিয়ে আর সংশয় নেই।স্মরণ করিয়ে দেই, আগের দুই দিনেই টেস্ট ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। এই দিনও হয়তো ব্যতিক্রম হবে না।
মন্তব্য (০)