বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল—এমন গুঞ্জনের পেছনে এবার মিলেছে সরাসরি ইঙ্গিত। নিজেই জানালেন, দেশের ক্রিকেটে যেকোনো দায়িত্ব পালনে তিনি সম্পূর্ণ প্রস্তুত।আজ সকালে আমিনুল বলেন, ‘বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার ব্যাপারে এখনো কেউ সরাসরি বলেনি। তবে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে ১০-১৫ দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।’ তিনি আরও যোগ করেন, ‘সরকার আমাকে কিছু সময়ের জন্য দেশের ক্রিকেটে দেখতে চায়। আমি তাতে সম্মতি দিয়েছি।’ফারুকের পদত্যাগের ইঙ্গিত, সামনে এগিয়ে আসছেন আমিনুলগতকাল রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বাসভবনে বৈঠকে অংশ নেন। সেখানে তাঁকে বোঝানো হয় যে, বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ফারুক এই প্রস্তাবে চিন্তার সময় চেয়েছেন, তবে তিনি স্বেচ্ছায় পদ না ছাড়লে পরিবর্তন কঠিন হতে পারে, কারণ আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।নিয়ম মেনেই সভাপতি হওয়ার প্রক্রিয়ায় আমিনুলসরকারের পক্ষ থেকে আমিনুলকে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদের (NSC) প্রতিনিধি হিসেবে বিসিবি পরিচালকের পদে মনোনয়ন দেওয়া হবে। এরপর নিয়ম অনুযায়ী পরিচালকদের ভোটে তিনিই হবেন সভাপতি, তবে এটি অন
্তর্বর্তীকালীন পদ—আগামী অক্টোবরের নির্বাচনের আগ পর্যন্তই তাঁর দায়িত্বকাল নির্ধারিত থাকবে।আমিনুল নিজেও জানালেন, তাঁর দীর্ঘমেয়াদে দায়িত্ব পালনের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমার বিসিবিতে দীর্ঘ সময় থাকার ইচ্ছা নেই। তবে দেশের প্রয়োজনে যা করার, তা করব। সৈনিক যখন দায়িত্ব নেয়, তখন নিজের লাভ-লোকসানের হিসাব করে না।’সিইও হওয়ার গুঞ্জন ভিত্তিহীনসাম্প্রতিক গুঞ্জন ছিল, বিসিবির প্রধান নির্বাহী (সিইও) হওয়ার প্রস্তাবও পেয়েছেন আমিনুল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এটি পুরোপুরি ভিত্তিহীন। এমন কোনো প্রস্তাব বা আলোচনাই হয়নি।’আইসিসির অনুমোদন নিয়েই বিসিবিতে দায়িত্ববর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন আমিনুল। পাশাপাশি তিনি আইসিসির হাই পারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।তাঁর বক্তব্য অনুযায়ী, ‘আইসিসিকে জানানো হয়েছে, বিসিবি আমাকে কিছু সময়ের জন্য চাচ্ছে। তারা সম্মতি দিয়েছে। এমনকি আমার জন্য এক বছরের জন্য ফের যোগদানের সুযোগও খোলা রেখেছে।’‘দায়িত্ব নিতে প্রস্তুত’ — শেষ কথা আমিনুলের মুখে সবশেষে আমিনুল বলেন, ‘যদি দেশের ক্রিকেটের জন্য আমাকে দরকার হয়, আমি প্রস্তুত। এটি আবেগ নয়, দায়িত্ববোধ। দেশের ডাকে সাড়া দিতে আমি সর্বদা প্রস্তুত।’
মন্তব্য (০)