লিওনেল মেসির জাদুকরী ফর্ম যেন থামছেই না। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে আবারও রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। সর্বশেষ শিকার এবার ন্যাশভিল।ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে জয় পায় মেসির জোড়া গোলে। এর আগে তিনি মন্ট্রিয়ল (দুইবার), কলম্বাস ও নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে টানা চার ম্যাচে করেছেন জোড়া গোল। এবার সেই রেকর্ডে যুক্ত হলো আরেকটি নাম।ফ্রি–কিকে ইতিহাস গড়াম্যাচের ১৭তম মিনিটে পাওয়া ফ্রি–কিক থেকে দারুণ এক নিচু শটে মানবদেয়াল ভেদ করে গোল করেন মেসি। বলটি গোলকিপারের নিকটবর্তী পোস্ট দিয়ে জালে ঠেলেন। এই গোলের মাধ্যমে মেসির ফ্রি–কিক গোল সংখ্যা দাঁড়ায় ৬৯টি, যা তাঁকে বিশ্ব ফুটবলের ইতিহাসে ফ্রি–কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা বানায়।তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের সাবেক তারকা মার্কোস আসুনসিওকে (৬৮)। এখন তা
ঁর সামনে আছেন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।গোলকিপারের ভুল, মেসির সুযোগমেসির দ্বিতীয় গোলটি আসে ৬২তম মিনিটে, তবে এটি ছিল একপ্রকার ন্যাশভিল গোলকিপারের উপহার। সতীর্থের ব্যাক পাস থেকে বল সামলাতে গিয়ে জো উইলিস দিকভ্রান্ত হয়ে বল তুলে দেন ঠিক মেসির পায়ের সামনে। সেই সুযোগে নির্ভুলভাবে জাল কাঁপান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।প্রতিপক্ষের একমাত্র সান্ত্বনান্যাশভিল ম্যাচে একমাত্র গোলটি ৪৯তম মিনিটে করেন হ্যানি মুখতার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ মেসির আগুনে ফর্মে ভর করে জয় নিশ্চিত করে মায়ামি।ইন্টার মায়ামির অবস্থা এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। বর্তমানে তারা ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ম স্থানে অবস্থান করছে। ন্যাশভিলের পয়েন্ট ৪১, তবে তারা খেলেছে ৩ ম্যাচ বেশি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট।
মন্তব্য (০)