স্প্যানিশ লিগে হেতাফের বিপক্ষে ১-০ গোলের জয় রিয়ালের জন্য যতটা স্বস্তির, চোটের খবর ততটাই অস্বস্তিকর। ম্যাচের প্রথমার্ধেই বাঁ পায়ের মাংসপেশিতে টান খেয়ে মাঠ ছাড়েন ডেভিড আলাবা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় লুইস মিলার-এর চ্যালেঞ্জে কুঁচকিতে চোট পান।রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন,"আমার মনে হচ্ছে দুজনেই মাংসপেশির সমস্যায় ভুগছে। কোপা দেল রে ফাইনালে তাঁদের খেলার সম্ভাবনা কম। কাল (আজ) চূড়ান্ত পরীক্ষা করব।"দুই খেলোয়াড়ের ইনজুরি যে রিয়ালের জন্য বিশাল ক্ষতি তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এই মৌসুমে বার্সেলোনার বিপক্ষে আগের দুটি ম্যাচেই হেরেছে রিয়াল। এবার ফাইনালেও তাঁদের বিপক্ষেই মুখোমুখি হতে হচ্ছে।কাম
াভিঙ্গা মাঠ ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু চোট এতটাই গুরুতর ছিল যে শেষমেশ বাধ্য হয়ে মাঠ ছাড়েন। দুঃখজনকভাবে তখন রিয়ালের আর কোনো বদলি খেলোয়াড় নামানোর সুযোগ ছিল না। ফলে শেষ মুহূর্তগুলোতে ১০ জন খেলোয়াড় নিয়েই খেলতে হয় দলটিকে।আলাবা ও কামাভিঙ্গা দুজনই রিয়ালের রক্ষণ ও মাঝমাঠের জন্য গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁদের অনুপস্থিতিতে আনচেলত্তির অন্যতম ভরসা এখন ফ্রান গার্সিয়া। কিন্তু এই তরুণ লেফটব্যাককে এবার ১৭ বছর বয়সী বার্সা তারকা লামিনে ইয়ামালকে সামলানোর কঠিন দায়িত্ব নিতে হবে। কারণ ফারলাঁ মেন্দি বর্তমানে ছন্দে নেই এবং আলাবা ইনজুরিতে।এক কথায়, রিয়াল মাদ্রিদের জন্য এল ক্লাসিকো ফাইনালের আগে এই ইনজুরি খবর একটি বড় ধাক্কা। এখন দেখা যাক, আনচেলত্তির কৌশলে কীভাবে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোস।
মন্তব্য (০)