স্প্যানিশ ফুটবলের বিস্ময়বালক লামিনে ইয়ামাল আগামীকাল রবিবার পা রাখতে যাচ্ছেন ১৮ বছর বয়সে। এই বিশেষ দিনকে ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন। তবে ফুটবলারের মা সন্তুষ্ট নন এই জমকালো উদ্যাপন নিয়ে।মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় এসেছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। জন্মদিনটাও তাই সাধারণ নয়—এটি স্মরণীয় করে রাখতে চাইছেন ইয়ামাল নিজেই। আর সে কারণেই তাঁর ১৮তম জন্মদিন ঘিরে সাজানো হচ্ছে বড়সড় পার্টির পরিকল্পনা।তবে, এই আয়োজনে রয়েছে বেশ কিছু ‘গোপনীয়তা’র ঘেরা ব্যবস্থা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনুষ্ঠানস্থলে ছবি তোলা নিষিদ্ধ থাকতে পারে, এমনকি অতিথিদের মোবাইল ফোন নিয়েও প্রবেশে থাকতে পারে কড়াকড়ি। ইয়ামাল চান না তাঁর জন্মদিনের ভেতরের কোনো তথ্য বা ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ুক।শুরুতে গুঞ্জন ছিল যে, জন্মদিনের অনুষ্ঠান হতে পারে স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ ইবিজাতে। তবে পরে সেই পরিকল্পনা বাতিল হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন ধারণা করা হচ্ছে, পার্টিটি হবে বার্সেলোনা বা কোনো সাগরপাড়ের গোপন লোকেশনে।আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও, অতিথিদের তালিকা ঘির
ে ইতোমধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ইয়ামালের বন্ধুবান্ধব, সতীর্থ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, স্ট্রিমার ও সংগীতশিল্পীরা উপস্থিত থাকবেন। সম্ভাব্য অতিথিদের মধ্যে বিজার্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যাল-এর মতো জনপ্রিয় শিল্পীদের নাম শোনা যাচ্ছে।তবে এতসব প্রস্তুতি সত্ত্বেও এই আয়োজন নিয়ে একেবারেই খুশি নন ইয়ামালের মা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, তিনি চান না ছেলে এত বড় করে জন্মদিন পালন করুক। বরং সন্তানের প্রতি তাঁর উদ্বেগ ও সতর্কতার জায়গা থেকেই এমন আয়োজনকে তিনি অপছন্দ করেন।জন্মদিন উদ্যাপনের আগে থেকেই ছুটির আমেজে ছিলেন ইয়ামাল। বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে অংশ না নেওয়ায় তিনি ছুটি কাটিয়েছেন বিশ্বের নানা প্রান্তে। ইতিমধ্যে ঘুরে এসেছেন সিসিলি, ইবিজা, মারবেলা, সাংহাই এবং ব্রাজিল। ব্রাজিলে গিয়ে নেইমারের বাড়িতেও অতিথি হয়েছেন এই তরুণ তারকা। তবে উৎসবমুখর সময় শেষ হচ্ছে আগামীকালই। কারণ, জন্মদিনের পার্টি শেষ হলেই তাঁকে ফিরতে হবে দলের সঙ্গে। রয়েছে শারীরিক প্রস্তুতি এবং ১৪ জুলাই সোমবার নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইয়ামালের।
মন্তব্য (০)