রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম জয় তুলে নিলেন জাবি আলোনসো। ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয় এসেছে চরম নাটকীয়তা ও সংগ্রামের মধ্য দিয়ে। ম্যাচের ৭ মিনিটেই লাল কার্ড দেখেন রিয়ালের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও, ফলে প্রায় পুরো ম্যাচ খেলতে হয় ১০ জন নিয়ে।শুরুর ধাক্কা—লাল কার্ড ও চাপশার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই রিয়াল পড়ে যায় বিপদে। প্রতিপক্ষের ফরোয়ার্ড সলোমন রনডনকে বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন অ্যাসেনসিও, যার ফলে সরাসরি লাল কার্ড দেখেন এই সেন্টার ব্যাক।একা একজন কম নিয়ে খেলেও ম্যাচে দারুণভাবে ফিরে আসে রিয়াল। যদিও বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল স্প্যানিশ ক্লাবটি, তবুও আক্রমণে ছিল কার্যকর।কোর্তোয়ার ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সরিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া পুরো ম্যাচে ১০টি অবিশ্বাস্য সেভ করে গড়েছেন ক্লাব বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড। পাচুকা ম্যাচজুড়ে নিয়েছিল ২৫টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। কোর্তোয়ার
দানবীয় গোলকিপিং না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।রিয়ালের জয়সূচক গোলগুলো ৩৫ মিনিটে প্রথম গোল করেন জুড বেলিংহাম। দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তরুণ তারকা। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান আর্দা গুলের। ৭০ মিনিটে তৃতীয় গোলটি করেন ফেদে ভালভের্দে। শেষ মুহূর্তে পাচুকার হয়ে মন্তিয়েল একটি গোল করলেও তা শুধুই ব্যবধান কমিয়েছে।গ্রুপ শীর্ষে রিয়ালএই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৪। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সালজবুর্গ। শুক্রবার সালজবুর্গের বিপক্ষে গ্রুপ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে রিয়াল। আলোনসোর প্রতিক্রিয়াম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “এই জয়টা আমাদের জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ ছিল। ১০ জন নিয়ে পুরো ম্যাচ খেলা সহজ নয়। কিন্তু যেভাবে আমরা খেলোয়াড়েরা কৌশলী ও পরিণত ফুটবল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।"
* * * Get Free Bitcoin Now: http://mournefreightservices.com/index.php?gir7li * * * hs=13f7136ee9a47a8902cd30ce136f0c1d* ххх*
5jr4jk
* * * <a href="http://mournefreightservices.com/index.php?gir7li">Win Free Cash Instantly</a> * * * hs=13f7136ee9a47a8902cd30ce136f0c1d* ххх*
5jr4jk