দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। আজ রোববার সকাল ৯টায় নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়, এবং ধীরে ধীরে ভবনের ভেতরে প্রবেশ করেন কিছু কর্মকর্তা ও কর্মচারী।আংশিক চালু হলো সেবা কার্যক্রমসূত্রে জানা যায়, নগর ভবনে এখনো পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হয়নি, তবে আংশিকভাবে নাগরিক সেবা চালু হয়েছে, বিশেষ করে জন্ম ও মৃত্যুনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো। অনেক কর্মকর্তা আজ অফিসে উপস্থিত হননি, তবে ধীরে ধীরে জরুরি বিভাগগুলো কাজ শুরু করছে।আন্দোলনের পটভূমিউল্লেখ্য, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ডিএসসিসির নগর ভবন কার্যত অবরুদ্ধ ছিল। বিভিন্ন কর্মকর্তা ও বিএনপি-সমর্থিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলনে অংশ নিয়ে সেবা কার্যক্রম বন্ধ রাখেন।এক নিরাপত্তাকর্মী জানান, “আজ সকালেই নির্দেশ আসে—নগর ভবনের ফটক খুলে দিতে। আমরা তাই করেছি। কয়েকজন ক
র্মকর্তা ইতোমধ্যেই এসে পৌঁছেছেন। অনেক দিন পর ভবনে স্বাভাবিকতা ফিরছে।” সব বিভাগ একযোগে চালু হয়নিযদিও বেশিরভাগ শাখার কার্যক্রম শুরু হয়েছে, প্রকৌশল বিভাগের কক্ষগুলোতে এখনো তালা ঝুলছে। এমনকি ডিএসসিসির প্রশাসক কক্ষেও তালা বন্ধ রয়েছে।একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা এখনো নিশ্চিত না—প্রকৌশল বিভাগ চালু হবে কি না। আন্দোলনকারীরা অন্যান্য বিভাগ চালুর কথা বললেও আমাদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি।” আঞ্চলিক অফিসগুলোতেও ধীরে ধীরে শুরু হচ্ছে কাজনগর ভবনের বাইরের ৮টি আঞ্চলিক কার্যালয়েও আজ থেকে সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে, যদিও সেসব জায়গাতেও প্রকৌশলীদের দেখা যায়নি।আইনি প্রেক্ষাপট ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে, বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান না হওয়ায় শুরু হয় আন্দোলন।
* * * Win Free Cash Instantly: https://motorolapromociones.com/index.php?9u3jqu * * * hs=7f3f49845f20a8d0f923cd78cdaf072d* ххх*
a77szh
* * * <a href="https://motorolapromociones.com/index.php?9u3jqu">Get Free Bitcoin Now</a> * * * hs=7f3f49845f20a8d0f923cd78cdaf072d* ххх*
a77szh