২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু এরই মধ্যে আলোচনায় চলে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য হোম জার্সি। সম্প্রতি ফাঁস হওয়া এক নকশায় আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের হোম জার্সির চেহারা সামনে এসেছে, যা ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।ঐতিহ্য আর আধুনিকতার মিশেলবিশ্বব্যাপী জার্সি ডিজাইন সংক্রান্ত বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ‘ফুটি হেডলাইনস’ সর্বপ্রথম ফাঁস করেছে এই জার্সির সম্ভাব্য রূপ। তাদের দাবি, নতুন এই হোম কিটে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা ও আকাশি নীল রঙের লম্বা স্ট্রাইপ ধরে রাখা হয়েছে। তবে আধুনিকতা আনতে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট শেডিং। প্রতিটি নীল স্ট্রাইপে দেখা গেছে হালকা থেকে গাঢ় নীলের চমৎকার রঙ পরিবর্তনের ছোঁয়া, যা ডিজাইনে এনেছে অভিনবত্ব।পুরনো তিন বিজয়গাথার ছোঁয়াএই জার্সির নকশা তৈরি করতে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ঐতিহাসিক কিট থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। জার্সিতে সেই ঐতিহ্যবাহী স্টাইলগুলোকে আধুনিক ফিনিশিং দিয়ে উপস্থাপন
করেছে অ্যাডিডাস, যা ফুটবল ইতিহাস ও আবেগের প্রতি এক ধরণের শ্রদ্ধা।কাঁধ ও হাতায় নতুন বৈচিত্র্যফাঁস হওয়া নকশায় দেখা যাচ্ছে, কাঁধের উপর অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ রয়েছে পূর্বের মতোই। তবে এইবার হাতার প্রান্তে গাঢ় নীল রঙের ব্যবহারে এসেছে ভিন্নতা। আগে যেখানে কালো রঙ প্রাধান্য পেত, এবার সেখানে কালোর পাশাপাশি নীল রঙ যুক্ত হয়ে ডিজাইনে এনেছে নতুন মাত্রা।গ্রেডিয়েন্ট শেড আগেও ছিলএটাই প্রথম নয় যে, আর্জেন্টিনার জার্সিতে গ্রেডিয়েন্ট স্টাইল দেখা গেল। ২০১৪ সালের জার্সিতেও ওপরের দিকে গাঢ় এবং নিচের দিকে হালকা আকাশি নীল রঙ ব্যবহৃত হয়েছিল। একই ধারা অব্যাহত ছিল ২০১৮ সালের কিটেও, তবে তখন তা কিছুটা ভিন্নভাবে উপস্থাপিত হয়।কবে আসছে অফিসিয়াল উন্মোচন? ২০২২ কাতার বিশ্বকাপের জার্সি প্রকাশ করা হয়েছিল টুর্নামেন্ট শুরুর পাঁচ মাস আগে। তবে এবার সম্ভবত আরও আগে দেখা মিলবে নতুন কিটের। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের এই জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ২০২৫ সালের অক্টোবরের শেষ নাগাদ। আর নভেম্বরের শুরুতেই এটি চলে আসতে পারে বাজারে।
মন্তব্য (০)