গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড—লিওনেল মেসির ফুটবলযাদু যেন থামছেই না। আবারও জোড়া গোল করলেন তিনি, করালেনও দুটো। তার এই অবিশ্বাস্য নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি বিধ্বস্ত করলো কলম্বাস ক্রিউকে ৫-১ ব্যবধানে।এই ম্যাচে মেসি শুধু দলকে জয় এনে দিলেন না, সঙ্গে গড়লেন একটি নতুন রেকর্ডও। ইন্টার মায়ামির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন মেসির ঝুলিতে। তিনি ছাড়িয়ে গেছেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোলের মাইলফলককে, মেসির মোট গোল এখন ৩১টি।চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উভয় দল। যদিও বল দখলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি (মায়ামি ৫১%, কলম্বাস ৪৯%), ফিনিশিংয়ে বাজিমাত করেছে মেসি ও তার দল। মায়ামির ১৪ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, বিপরীতে কলম্বাস মাত্র ১টি শট লক্ষ্যে রাখতে পেরেছে।ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত এক লং পাস দিয়ে সতীর্থ তাদেও আলেন্দেকে গোল করান মেসি। মাঝমাঠ থেকে নেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁতভাবে বল জালে জড়ান আলেন্দে।মাত্র ২ মিনিট পর কলম্বাস গোলরক
্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে গোলের খাতা খুলেন মেসি নিজেই। বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি, যা ছিল ম্যাচের তৃতীয় গোল এবং মায়ামির পক্ষে মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। সের্হিও বুসকেতসের মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ করে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।বিরতির পর ৫৮ মিনিটে কলম্বাসের সিজার রুভালকাবা ব্যবধান কমিয়ে ৩-১ করলেও, সেটা ছিল ক্ষণস্থায়ী। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোল এবং ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে ফাফা পিকাল্টের গোল সব আশা শেষ করে দেয় প্রতিপক্ষের।ম্যাচ শেষে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি উঠে এসেছে এমএলএস পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে এখনো ৫ পয়েন্ট পিছিয়ে থাকলেও, এক ম্যাচ কম খেলেছে মায়ামি।বিশ্লেষকদের মতে, মেসির এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এমএলএস শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠবে ইন্টার মায়ামি।
মন্তব্য (০)