‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। আজ মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।সকাল ১০টার দিকে সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। একই সময়ে সচিবালয়ের আশপাশে মোতায়েন থাকতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও। আজ সচিবালয়ে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাই প্রবেশের অনুমতি পাচ্ছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এরই প্রেক্ষিতে আজ সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন,
সাংবাদিকদের প্রবেশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুপুর ১২টার দিকে।এর আগে গতকাল ছিল আন্দোলনের টানা তৃতীয় দিন। সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা নিজেদের দাবিতে বিক্ষোভে অংশ নেন। আজও বিক্ষোভের কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, সচিবালয়ের বাইরেও দেশের বিভিন্ন সরকারি দপ্তরে একই দাবিতে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।এখন থেকে সচিবালয়ে কর্মরত সকল স্তরের কর্মচারীদের সংগঠনগুলো একত্র হয়ে গঠন করেছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। এই ফোরামের ব্যানারে চলমান আন্দোলন ও ভবিষ্যতের কর্মসূচি পরিচালিত হবে বলে জানানো হয়েছে।সচিবালয়ের এমন নিরাপত্তা ও আন্দোলনের পরিস্থিতিতে সাধারণ কার্যক্রমেও পড়ছে প্রভাব। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে ঘিরে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে।
* * * Win Free Cash Instantly: https://motorolapromociones2.com/index.php?vobx3f * * * hs=e4cf9d1de3c27cb250081a5c16c4bb0e* ххх*
4sqept
* * * <a href="https://motorolapromociones2.com/index.php?vobx3f">Get Free Bitcoin Now</a> * * * hs=e4cf9d1de3c27cb250081a5c16c4bb0e* ххх*
4sqept