প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে অধ্যাপক ইউনূস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।এর আগে গত শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ
ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।চার দিনের সরকারি সফরে অধ্যাপক ইউনূস ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান। সেখান থেকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত শুক্রবার তিনি সরাসরি ইতালির রোম শহরে পৌঁছান।
মন্তব্য (০)