জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকে আজ বুধবার অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আলোচনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করলো দলটি, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরুরাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় ঐকমত্য আলোচনা শুরু হয়। এর আগে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াত অনুপস্থিত ছিল।জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।সব দলের উপস্থিতিতে সন্তোষ প্রকাশআলোচনায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আমরা তাড়াহুড়োর চেয়ে ঐকমত্যকে বেশি গুরুত্ব দিচ্ছি। কিছু আলোচনা আজ সমাপ্ত হয়নি, সেগুলো আগামী সপ্তাহে আবার তোলা হবে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, আলোচনায় পুনরুক্তি এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের সহযোগিতা করুন।” জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির তাগিদকমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই মাস
ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অধ্যাপক আলী রীয়াজ এ বিষয়ে বলেন, “আমাদের হাতে সময় কম। রাজনৈতিক দলগুলোকে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।” অংশগ্রহণকারী দলসমূহআজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ একাধিক রাজনৈতিক দল।এছাড়া আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার এবং ইফতেখারুজ্জামান।আজকের আলোচ্যসূচিবৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে ছিল: অসমাপ্ত আলোচনার সমাপ্তি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন রাষ্ট্রপতি নির্বাচনের কাঠামো সংক্ষিপ্ত বিশ্লেষণ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো জাতীয় ঐকমত্য আলোচনায় অংশ নিল সব দলের উপস্থিতি আশাব্যঞ্জক একটি বার্তা বহন করে আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় কমিশন সংলাপের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সমঝোতার পথ তৈরি
* * * Claim Free iPhone 16: http://akhilbhartiyachikitshaparishad.com/index.php?is0iw0 * * * hs=d64125bf6f63a77977fed4a6c9dc7cd3* ххх*
q9i9yc
* * * <a href="http://akhilbhartiyachikitshaparishad.com/index.php?is0iw0">Snag Your Free Gift</a> * * * hs=d64125bf6f63a77977fed4a6c9dc7cd3* ххх*
q9i9yc