ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা হতাশাজনক পারফরম্যান্সের অবসান ঘটিয়ে অবশেষে জয়ের পথে ফিরেছে বাংলাদেশ। সাত ম্যাচ পর জয়ের মুখ দেখল টাইগাররা, আর সেই জয় তাদের নিয়ে গেছে আবার আইসিসি র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের জয় যেন মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতোই স্বস্তি এনে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। এর আগে টানা সাত ম্যাচে জয়হীন ছিল বাংলাদেশ—যার মধ্যে ছয়টি ম্যাচে হেরেছে এবং একটি (চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে) বৃষ্টিতে পরিত্যক্ত হয়।র্যাঙ্কিংয়ে পতন, তারপর কিছুটা ঘুরে দাঁড়ানো২০২৩ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে নেমে যায় ৯ নম্বরে। এরপর চলতি বছরের মে মাসে আইসিসির বার্ষিক হালনাগাদে আবার আরও এক ধাপ নেমে যায় ১০ নম্বরে—যা ছিল ২০০৬ সালের পর প্রথমব
ার বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থান।তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক জয় এই ক্ষত কিছুটা হলেও মুছে দিয়েছে। আপাতত বাংলাদেশ আবার ফিরে এসেছে ৯ নম্বর অবস্থানে।এক সময়কার গৌরবময় অতীতবাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে একসময় দুর্দান্ত ফর্মে ছিল। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জয় তাদের নিয়ে যায় র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে।এরপর ২০১৭ সালের মে মাসে উঠে আসে ৬ নম্বরে—যা এখনও পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। এমনকি ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে আবারও ছয়ে উঠে আসে টাইগাররা। কিন্তু সময়ের সাথে সাথে দলটির পারফরম্যান্সে ভাটা পড়ে, র্যাঙ্কিংয়েও শুরু হয় অবনমন। টানা হারের সেই দুঃসহ ধারা কিছুটা হলেও বদলেছে গতকালের জয় দিয়ে।
মন্তব্য (০)