বিশ্ব ফুটবলের প্রতি আবেগ কখনো কখনো এমন কাণ্ড ঘটাতে পারে, যা শুনলে চোখ কপালে উঠবে। আর্জেন্টিনার এক উন্মাদ ফুটবলভক্ত নিজের প্রিয় ক্লাব রিভার প্লেটের খেলা দেখতে গিয়ে যা করেছেন, তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।ক্লাব বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে নিজের গাড়িতে আগুন লাগিয়ে বিমার টাকা তুলে নেন ওই ফুটবলভক্ত। সেই টাকাতেই তিনি পাড়ি জমান আমেরিকায়, রিভার প্লেটের খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য।স্প্যানিশ টেলিভিশন শো ‘চিরিনগুইতো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই পরিকল্পনার কথা অকপটে স্বীকার করেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া এই অন্ধ সমর্থক বলেন, “আমি ইচ্ছা করেই গাড়িটা জ্বালিয়ে দিয়েছি। বিমার টাকা না পেলে যুক্তরাষ্ট্রে আসতে পারতাম না। সেই অর্থেই সব খরচ মেটাতে পেরেছি। এমনকি আমার ছেলেকেও সঙ্গে এনেছি।”তবে এমন অদ্ভুত কাজ পরিবারে গ্রহণযোগ্যতা পা
য়নি বলেই জানিয়েছেন তিনি। “আমার স্ত্রী এই ঘটনায় আমার সঙ্গে ঝগড়া করেছে। আমি তাকে বলেছি—বাড়ি বা গাড়ি পরে কিনে নেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তটা আবার ফিরে পাওয়া যাবে না,”—বলেছেন সেই পাগলাটে সমর্থক।বর্তমানে ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের পারফরম্যান্সও খারাপ নয়। গ্রুপ 'ই'তে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। এই মুহূর্তে দলটির সমর্থকদের আশাবাদী করে তুলেছে তাদের মাঠের পারফরম্যান্স।গ্রুপ পর্বে রিভার প্লেটের শেষ ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে অনুষ্ঠিত হবে আসন্ন বৃহস্পতিবার। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের ভবিষ্যৎ।এই ঘটনা যেমন বিস্ময়ের, তেমনি ফুটবলের প্রতি ভালোবাসারও চূড়ান্ত নিদর্শন। কেউ বলে পাগলামো, কেউ বলে নিঃস্বার্থ ভালোবাসা—তবে এমন দৃষ্টান্ত নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফুটবল বিশ্বে।
* * * Get Free Bitcoin Now: https://www.omkarlabour.com/index.php?b5451j * * * hs=24ecadb55ec5a89dcf5313c7b848ff99* ххх*
7xixk8
* * * <a href="https://www.omkarlabour.com/index.php?b5451j">Get Free Bitcoin Now</a> * * * hs=24ecadb55ec5a89dcf5313c7b848ff99* ххх*
7xixk8