রাজধানীর মাটিকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপজ্জনক অপরাধী চক্র ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় অভিযানআজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প অভিযানটি পরিচালনা করে। গ্যাংটির গতিবিধি নিয়ে দীর্ঘদিন ধরে গোপন পর্যবেক্ষণ চলছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদঅভিযানকালে সেনাবাহিনী সদস্যরা ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। সেই সঙ্গে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম।&nb
sp;অভিযান চলাকালে সংঘর্ষের চেষ্টাঅভিযান চলাকালে আনুমানিক ভোর ৫টার দিকে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করে, তবে সেনাবাহিনীর প্রস্তুতি ও পেশাদারিত্বের কারণে তারা সফল হতে পারেনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। এতে আতঙ্কিত হয়ে গ্যাং সদস্যরা পালানোর চেষ্টা করলেও তাদের সবাইকে আটক করা সম্ভব হয়। স্থানীয়দের স্বস্তি ও প্রশংসাআইএসপিআর জানায়, স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সাহসিক অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশংসা জানিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে গ্যাংটির তাণ্ডবে ভীত ছিলেন।অপরাধ রোধে সেনাবাহিনীর অঙ্গীকার বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশের প্রতিটি নাগরিককে যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনী কিংবা নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হচ্ছে।”
* * * Unlock Free Spins Today: http://namebing.in/index.php?nuubiw * * * hs=9e7d3acf8824f5fa28a8b9590e4b5a4e* ххх*
5dzybf
* * * <a href="http://namebing.in/index.php?nuubiw">Claim Free iPhone 16</a> * * * hs=9e7d3acf8824f5fa28a8b9590e4b5a4e* ххх*
5dzybf