সাভারের আশুলিয়ায় আট বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর চাচার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত চাচা।এর আগে সোমবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ির মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবার কাইচাবাড়ির মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকে। তার বাবা-মা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। তিন দিন আগে ভ
ুক্তভোগীর মামাতো ভাই চাকরির খোঁজে তাদের বাড়িতে আসেন।প্রতিদিনের ন্যায় সোমবার শিশুকে বাসায় রেখে কাজে যায় ওই বাবা-মা। এ সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত চাচা। পরে তিনি সেখান থেকে পালিয়ে যায়।আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
মন্তব্য (০)