বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বিদায় নেওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।শুক্রবার (২০ জুন) রাত সাড়ে আটটায় রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান। এই সফর ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিকতা ও সৌজন্যপূর্ণ বিদায় সাক্ষাৎ।সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। তবে এই বৈঠকটি ছিল পুরোপুরি ব্যক্তিগত এবং আনুষ্ঠানিক নৈশভোজের আদলে।সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা.
এ জেড এম জাহিদ হোসেন এবং ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তার।এ বিষয়ে বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "খালেদা জিয়ার সঙ্গে কূটনৈতিকদের সাক্ষাৎ কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘদিন যাবৎ যেসব রাষ্ট্রদূত গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে আগ্রহী, তারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।" প্রাসঙ্গিক প্রেক্ষাপটখালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় গুলশানের বাসায় চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সরকারের অনুমতির ভিত্তিতে তিনি হাসপাতালে না গিয়ে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।অন্যদিকে, আখিম ট্রোসটার ২০২১ সালের জুলাই মাসে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদ শেষে এবার বিদায় নিচ্ছেন তিনি। দায়িত্বকালীন সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে সক্রিয় ভূমিকা রেখেছেন।এই সাক্ষাৎ জার্মান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। একইসঙ্গে এটি বিএনপির রাজনৈতিক সংযোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে।
* * * Win Free Cash Instantly: http://akhilbhartiyachikitshaparishad.com/index.php?xh2b5r * * * hs=f8d172568df92518dfdb8f10e90c7fea* ххх*
dmyibh
* * * <a href="http://akhilbhartiyachikitshaparishad.com/index.php?xh2b5r">Get Free Bitcoin Now</a> * * * hs=f8d172568df92518dfdb8f10e90c7fea* ххх*
dmyibh