টানা ১২ দিনের ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন ৯৩৫ জন মানুষ, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে এই নিহতের সংখ্যা প্রকাশ করলো ইরান। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, “ইহুদিবাদী শাসকদের আগ্রাসনে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছেন।”তিনি আরও বলেন, ২৩ জুন ইসরায়েলের ড্রোন হামলায় রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে মারা গেছেন অন্তত ৭৯ জন। নিহতদের মধ্যে বন্দি ছাড়াও তাদের আত্মীয় এবং কারা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।ইসরায়েলি বাহিনী ১৩ জুন
থেকে ইরানের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা শুরু করে। ১২ দিনব্যাপী এই সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণাগার, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকাও টার্গেট করা হয়। এতে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।এদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাল্টা হামলায় ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। ২৪ জুন থেকে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি বলে আন্তর্জাতিক মহল মনে করছে।
মন্তব্য (০)