ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে যুক্তরাষ্ট্রের ‘ভাষাগত ভুল’। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি শিয়া বক্তব্য দিতে গিয়ে ইরানকে দোষারোপ করতে গিয়ে ভুলবশত বলেই ফেলেন, “সন্ত্রাস ছড়াচ্ছে ইসরায়েল।”ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত উত্তপ্ত বৈঠকে, যেখানে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ তোলে। ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যখন বক্তব্য রাখছিলেন, তখন তিনি ইরানকে ইঙ্গিত করে বলেন, “মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল।”তবে ভুল বুঝতে পেরে তিনি দ্রুতই নিজেকে শুধরে নেন এবং ইরানের নাম নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, “তেহরান পারমাণবিক কর্মসূচি সংযত রাখতে একটি চুক্তিতে অংশ নিতে পারত, কিন্তু সে পথ তারা নেয়নি।”এই ঘটনা ঘিরে বৈঠকের পরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র য
ে ইসরায়েলকে সবসময় চোখ বন্ধ করে সমর্থন করে, সেখানে এমন একটি মন্তব্য—হোক ভুলবশত—রাজনৈতিক বার্তা দিচ্ছে কি না।দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকজুড়েই ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরকে সংঘাতের জন্য দায়ী করে। ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, “ইসরায়েল একটি দখলদার, শিশু হত্যাকারী এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্র।” তিনি বক্তব্যের সময় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন, যা পুরো সভাকে আবেগপ্রবণ করে তোলে।এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানই বর্তমান সংকটের মূল হোতা। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং হুতিদের মতো সহায়তাপুষ্ট গোষ্ঠীগুলো দিয়ে সরাসরি আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের ওপর। তবে মার্কিন রাষ্ট্রদূতের মুখ ফসকে উচ্চারিত ‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’ কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, "সত্যটা কি তাহলে ভুল করে বেরিয়ে এলো?"
* * * Snag Your Free Gift: http://talenttap.solutions/index.php?707aqy * * * hs=aa26dbe7a55822cb4de6fd58cd818208* ххх*
fp1dk4
* * * <a href="http://talenttap.solutions/index.php?707aqy">Snag Your Free Gift</a> * * * hs=aa26dbe7a55822cb4de6fd58cd818208* ххх*
fp1dk4