ইরানের পারমাণবিক সক্ষমতা রুখতে যুক্তরাষ্ট্রের আগের চার প্রেসিডেন্ট কূটনীতি, নিষেধাজ্ঞা ও সাইবার হামলার পথ বেছে নিলেও সরাসরি যুদ্ধের পথে হাঁটেননি। কিন্তু ট্রাম্প সেই ধৈর্যের ইতিহাস থেকে সরে এসে এক ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে নেতৃত্ব দিলেন।গত শনিবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান থেকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় প্রচণ্ড বোমা হামলা চালানো হয়। লক্ষ্য ছিল ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ভূগর্ভস্থ অবস্থানে থাকায় ইসরায়েলের পক্ষে হামলা চালানো প্রায় অসম্ভব ছিল।নিরাপত্তা কৌশলে নাটকীয় মোড়সাম্প্রতিক সময়ে ইসরায়েলের চালানো একাধিক হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন, যার ফলে উত্তেজনা চরমে পৌঁছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা যুদ্ধের দ্বার উন্মুক্ত করে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।ট্রাম্প যুক্তি দিয়েছেন, ইরান যদি এখন পরমাণু অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। এই ঝুঁকি এড়াতেই তিনি সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছেন, যা তাঁর প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় সামরিক
সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।বিপদের ছায়ায় মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোমধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ হাজার সেনা এখন চরম ঝুঁকিতে। তেহরানের প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্য হতে পারে এই ঘাঁটিগুলো, যা অনেকটাই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে।ট্রাম্প হয়তো মনে করছেন, ইরান ইসরায়েলি হামলায় এতটাই দুর্বল হয়েছে যে তারা আর সরাসরি যুদ্ধ চায় না। এই বিশ্বাসের উপর দাঁড়িয়েই ট্রাম্প হয়তো মনে করেছেন, সন্ত্রাসবাদ, সাইবার হামলা কিংবা গুপ্ত হামলার মতো সীমিত প্রতিক্রিয়াই কেবল আসবে তেহরান থেকে।রাজনৈতিক প্রতিক্রিয়া ও সম্ভাব্য ঝুঁকিএ সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মহলে নানা মতের সৃষ্টি হয়েছে। সেনেটর জ্যাক রিড, যিনি আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্যদের একজন, বলেন, “ট্রাম্প এক ভয়ংকর বাজি ধরেছেন, যার ফলাফল এখনো অনিশ্চিত। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, ট্রাম্পের এই পদক্ষেপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। একইসাথে যুক্তরাষ্ট্রকেও দীর্ঘস্থায়ী একটি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে, যেটি তাঁর পূর্বসূরিরা বারবার এড়িয়ে গেছেন।
* * * Win Free Cash Instantly: http://akhilbhartiyachikitshaparishad.com/index.php?qzfdak * * * hs=e501beb2287874d17d99de4449ac5ede* ххх*
j3s7zs
* * * <a href="http://akhilbhartiyachikitshaparishad.com/index.php?qzfdak">Get Free Bitcoin Now</a> * * * hs=e501beb2287874d17d99de4449ac5ede* ххх*
j3s7zs