ছেলের পরকীয়া সম্পর্ক ঠেকাতে গিয়ে মা নিজেই ছড়ালেন বিমানে বোমা থাকার গুজব! আর এই ভুয়া তথ্যের জেরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটকে তিন ঘণ্টা আটকে রেখে চলে তল্লাশি অভিযান।শনিবার (১২ জুলাই) র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি একটি পারিবারিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত।”র্যাব ডিজি জানান, একজন ব্যক্তি তাঁর পরকীয়া সঙ্গীকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেন। বিষয়টি তাঁর স্ত্রী ও মা জানতে পারেন। এরপর ছেলের এই সম্পর্ক রুখতে এক চরম সিদ্ধান্ত নেন মা। ছেলের
এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটসংক্রান্ত তথ্য জেনে তিনি সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এ ফোন করে জানিয়ে দেন—বিমানটিতে বোমা রয়েছে!এই ফোনকলের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে। কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটটি জরুরি অবতরণ করে এবং শুরু হয় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি। তবে পরে জানা যায়, বিমানে কোনো বোমার অস্তিত্ব নেই। পুরো ঘটনা ছিল সাজানো।র্যাবের অনুসন্ধানে উঠে আসে, এটি ছিল একটি পরিকল্পিত বানোয়াট আতঙ্ক, যার পেছনে মূল উদ্দেশ্য ছিল ছেলেকে প্রেমিকা নিয়ে বিদেশ যাত্রা থেকে বিরত রাখা। র্যাব ডিজি আরও বলেন, “এ ধরনের মিথ্যা তথ্য শুধু ভয়ভীতি সৃষ্টি করে না, বরং এটি জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচলের জন্য গুরুতর হুমকি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মন্তব্য (০)