বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয়ের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)’ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালে বিশ্বে সামরিক ব্যয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭১৮ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৯.৪ শতাংশ বেশি। গত এক দশকে এই ব্যয়ের হার বেড়েছে ৩৭ শতাংশ, যা ১৯৮৮ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি।বিশ্বের শীর্ষ ১০টি দেশ সামরিক খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করেছে—তা তুলে ধরা হলো নিচে:১. যুক্তরাষ্ট্রবিশ্বের সামরিক বাজেটের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দেশটি সামরিক খাতে ব্যয় করেছে প্রায় ৯৯৭ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ। এক বছরে বেড়েছে ৫.৭ শতাংশ, আর গত এক দশকে প্রায় ১৯ শতাংশ। রাশিয়া ও চীনের প্রতিরোধে শক্তি বৃদ্ধি, পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন, আকাশ-নৌ সক্ষমতা বাড়ানো এবং ইউক্রেন-ইসরায়েলকে সহায়তায় এসব অর্থ ব্যয় করা হয়েছে।২. চীনচীন দ্বিতীয় সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশ। ২০২৪ সালে ব্যয় করেছে প্রায় ৩১৪ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট ব্যয়ের ১২ শতাংশ। এক বছরে বেড়েছে ৭ শতাংশ, আর এক দশকে ৫৯ শতাংশ। চীন এ বছর নতুন স্টেলথ যুদ্ধবিমান, ড্রোন, সাবমেরিন এবং মহাকাশ ও সাইবার বাহিনী চালু করেছে।৩. রাশিয়াতৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ২০২৪ সালে দেশটির সামরিক ব্যয় হয়েছে ১৪৯ বিলিয়ন ডলার, যা বিশ্বের ৫.৫ শতাংশ। এক বছরে ব্যয় বেড়েছে ৩৮ শতাংশ, আর দশ বছরে ১০০ শতাংশ। ইউক্রেন যুদ্ধে অস্ত্র ব্যবস্থার উন্নয়নে এই বিশাল ব্যয় হয়েছে।৪. জার্মানি৮৮.
৫ বিলিয়ন ডলার সামরিক ব্যয় করে চতুর্থ স্থানে জার্মানি। ২০২৩ সালের তুলনায় প্রবৃদ্ধি ২৮ শতাংশ, দশ বছরে ৮৯ শতাংশ। নতুন প্রযুক্তি ও অস্ত্র কেনাসহ ইউক্রেনকে ৭.৭ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে দেশটি।৫. ভারতভারত ২০২৪ সালে সামরিক খাতে ব্যয় করেছে ৮৬.১ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট ব্যয়ের ৩.২ শতাংশ। এক বছরে বেড়েছে ১.৬ শতাংশ, দশ বছরে ৪২ শতাংশ। অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তির উপর জোর দিচ্ছে ভারত। বর্তমানে দেশটি নিজেই সাঁজোয়া যান, হেলিকপ্টার ও সাবমেরিন তৈরি করছে।৬. যুক্তরাজ্য৮১.৮ বিলিয়ন ডলার ব্যয় করে ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। ২০২৩ সালের তুলনায় বৃদ্ধি ২.৮ শতাংশ, আর গত এক দশকে ২৩ শতাংশ। প্রতিরক্ষা ও আধুনিক সরঞ্জামে বিনিয়োগ বাড়ানো হয়েছে।৭. সৌদি আরব৮৩ বিলিয়ন ডলারের সামরিক ব্যয়ে সপ্তম অবস্থানে সৌদি আরব। যদিও এক বছরে ব্যয় বেড়েছে ১.৫ শতাংশ, কিন্তু ২০১৫ সালের তুলনায় কমেছে ২০ শতাংশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রয়েছে।৮. ইউক্রেনইউক্রেন ২০২৪ সালে সামরিক খাতে ব্যয় করেছে ৬৪.৭ বিলিয়ন ডলার, যা বিশ্বের ২.৪ শতাংশ। যুদ্ধকালীন সময়ে এক বছরে ব্যয় বেড়েছে ২.৯ শতাংশ। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে ইউক্রেন।৯. ফ্রান্স৬৪.৭ বিলিয়ন ডলার ব্যয় করে নবম স্থানে ফ্রান্স, ইউক্রেনের সঙ্গে একই পরিমাণ। এক বছরে ব্যয় বেড়েছে ৬.১ শতাংশ, দশ বছরে ২১ শতাংশ। দেশটির প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যেই এই বাজেট বরাদ্দ।১০. জাপান ৫৫.৩ বিলিয়ন ডলারের সামরিক ব্যয়ে দশম স্থানে রয়েছে জাপান। ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ এবং গত এক দশকে ৪৯ শতাংশ বেড়েছে ব্যয়। জাপান সম্প্রতি আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগকে ঘিরে প্রতিরক্ষা খাতে বড় ধরনের সংস্কারে নেমেছে।
মন্তব্য (০)