জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামের কর্মসূচি আজ থেকে শুরু করেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কবর জিয়ারতে অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হন। শহীদ আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন স্মরণীয় মুখ, যাঁর আত্মত্যাগকে স্মরণ করেই এই পদযাত্রার সূচনা করেছে দলটি।নেতাদের অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদনকবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করেন।গাইবান্ধা ও রংপুরে পথসভা ও জনসংযোগকবর জিয়ারতের পর এনসিপির নেতারা গাইবান্ধার উদ্দ
েশে রওনা হন, সেখানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে তারা রংপুর শহরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড় হয়ে টাউন হলে পথসভা করবেন।এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও দেশ গঠনে দলের ভিশন তুলে ধরা হবে।কর্মসূচির পেছনের প্রেক্ষাপটউল্লেখ্য, গত রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ গড়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা চাই বাংলাদেশ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক।”উপসংহার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এনসিপির একটি বৃহৎ সাংগঠনিক উদ্যোগ, যার মাধ্যমে দলটি মাঠপর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে চায়। শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ দিয়ে শুরু হওয়া এই কর্মসূচির মধ্য দিয়ে দলটি গণ–অভ্যুত্থানের চেতনা ও নাগরিক অধিকারের বার্তা ছড়িয়ে দিতে চায়।
মন্তব্য (০)