ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা। শনিবার ভোর থেকে চালানো হামলায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে খান ইউনিসে এক বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১১ জনের।ঘরেই জীবন্ত পুড়ে গেলেন নারী-শিশুসহ ১১ জনখান ইউনিস শহরের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার পর আগুন ধরে গেলে একসঙ্গে পুড়ে মারা যান পরিবারের ১১ জন সদস্য। আশপাশের বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে এলেও ভয়াবহ আগুনে কিছুই করার সুযোগ ছিল না।যুদ্ধ থামেনি—মৃত্যুর মিছিল চলছেইগাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মাসের এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৫১,২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১৬,৯৯১ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা ক
রা হচ্ছে।ইয়েমেনেও চলছে হামলা, যুক্তরাষ্ট্র জড়িতএদিকে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে, যেখানে হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েল ও লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে।গাজার খ্রিস্টান সম্প্রদায়ের শোক: পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহতগাজার ফিলিস্তিনিরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। যুদ্ধ চলাকালীন পোপ নিয়মিত ভিডিও কলে গাজার ছোট খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের মনোবল ধরে রাখতে সাহায্য করতেন।অক্টোবর ৭ হামলা ও প্রতিক্রিয়াইসরায়েলের দাবি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং ২০০ জনের বেশি লোক জিম্মা হন। এই ঘটনার পর থেকেই গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
মন্তব্য (০)