বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এক নাটকীয় মুহূর্তে এই ঘোষণা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে নিজেই বলেন, "আমার একটা ঘোষণা আছে।" এরপরই পরিষ্কার করে জানান, তিনি আর বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক থাকতে চান না।শান্তর ভাষায়: দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তনিজের সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে শান্ত বলেন, "আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। এটা একেবারেই ব্যক্তিগত কোনো বিষয় নয়। আমি পুরোপুরি দলের ভালোর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।"তিনি আরও বলেন, "আমি মনে করি, একটি দলের জন্য তিনজন ভিন্ন ফরম্যাটে অধিনায়ক থাকা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এই জায়গা থেকে নিজে সরে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে করছি।"এই সিদ্ধান্তে আবেগ নয়, পেছনে ভাবনা আছে"এই সিদ্ধান্ত রাগ বা হতাশা থেকে নেওয়া হয়নি"—জানিয়ে শান্ত বলেন, "আমি আশা করি কেউ যেন না ভাবে এটা কোনো আবেগের ফল। এটা আমি বহু আগেই পরিকল্পনা করে বিসিবিকে জানিয়েছি। দলের স্বার্থে আমি নেতৃত্ব ছাড়ছি, এটাই আসল কারণ।"তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, "আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি।" যদিও শান্তর দাবি, তিনি সিদ্ধান্তটি বিসিবিকে আ
গে থেকেই জানিয়েছেন।তিন ফরম্যাটের নেতৃত্বে উঠে আসা, আবার একে একে সরে যাওয়া২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান শান্ত। এরপর ধাপে ধাপে একে একে সব দায়িত্বই ছাড়তে হয় তাঁকে।টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন নিজে থেকেই, ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার উদ্দেশ্যে।২০২৫ সালের জুনে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে বিস্ময় সৃষ্টি করে বিসিবি, আরএবার শান্ত নিজেই টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন।লম্বা মেয়াদি পরিকল্পনার হঠাৎ ছন্দপতননেতৃত্ব পেয়ে বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত লক্ষ্যে এগোচ্ছিলেন শান্ত। তিনি দলের মধ্যে বোঝাপড়া গড়ে তুলেছিলেন, কোচিং স্টাফদের সঙ্গে মিথস্ক্রিয়াও দৃঢ় ছিল। পারফরম্যান্সে মাঝেমধ্যে ওঠানামা থাকলেও নেতৃত্বের গুণে প্রশংসিত ছিলেন নিয়মিত।কিন্তু যখন তাঁর পরিকল্পনার ফল আসার কথা, ঠিক তখনই বিসিবির সিদ্ধান্তে ওয়ানডে নেতৃত্ব হারান, আর এবার নিজেই টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ান শান্ত। বিসিবি তাঁর নেতৃত্বচ্যুতির ব্যাখ্যাও স্পষ্ট করেনি, যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।শেষ কথা: নেতৃত্ব শেষ হলেও অধ্যায় নয় অধিনায়কত্ব ছাড়লেও শান্তর ক্যারিয়ার এখনো অনেক দূর যাবে—এমনটাই প্রত্যাশা ক্রিকেট-ভক্তদের। যে দায়িত্ব তিনি নিয়েছিলেন গভীর পরিকল্পনা নিয়ে, সেখান থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত তাঁর পরিণত মানসিকতার পরিচায়ক।
মন্তব্য (০)