বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো। কলম্বো টেস্টে হারের পর নিজেই জানিয়ে দিলেন টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। যদিও তাঁর এই সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছিল অনেক আগেই, বিশেষ করে ওয়ানডে নেতৃত্ব হারানোর পর থেকেই।২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই দায়িত্ব পান নাজমুল, কিন্তু ২০২৫ সালের জুনে এসে তিনি আর কোনো ফরম্যাটেই অধিনায়ক নন। এখন প্রশ্ন—এই সময়টায় কেমন ছিল বাংলাদেশ দল? আর নাজমুল নিজে কেমন করেছেন?টেস্টে নাজমুলের অধিনায়কত্ব: জয়ের হার সবচেয়ে বেশিনাজমুল শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে জয় এসেছে ৪টিতে। হেরেছে ৯ ম্যাচে এবং একটি ম্যাচ ড্র হয়—সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে।জয়ের হার: ২৮.
৫৭%, যা ন্যূনতম ১০ টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি।বাংলাদেশের টেস্ট ইতিহাসে তাঁর আগে এত জয়ের হার আর কারও ছিল না।এই সময়ে পাকিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২–০ ব্যবধানে হারানো ছিল নাজমুলের অধিনায়কত্বের অন্যতম অর্জন।অধিনায়ক নাজমুল: ব্যাট হাতেও সফলঅধিনায়কত্বের সময় ব্যাটিং পারফরম্যান্সেও উন্নতি ছিল চোখে পড়ার মতো।অধিনায়ক হিসেবে তাঁর গড় ছিল ৩৬.২৪, যেখানে তাঁর ক্যারিয়ার গড় ৩২.১৯।এই সময়ে করেন ৯০৬ রান এবং ৭টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৩টিই অধিনায়ক থাকাকালীন করেন।গল টেস্টে করেন দুটি সেঞ্চুরি, যদিও বাংলাদেশ সেই ম্যাচ হারে।ওয়ানডেতে শান্তর নেতৃত্ব: গড়েই উজ্জ্বলতাওয়ানডেতে শান্ত নেতৃত্ব দিয়েছেন ১৩টি ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টি। তবে আশ্চর্যের বিষয় হলো, অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ছিল ৫১.২৭, যা এই ফরম্যাটে খুবই চমৎকার। করেন মোট ৫৬৪ রান, যা দলীয় অবদানের দিক থেকেও গুরুত্বপূর্ণ।টি-টোয়েন্টিতে মিশ্র অভিজ্ঞতা২৪টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ১০টিতে জয় পেয়েছেন নাজমুল, যা পরিসংখ্যান হিসেবে মন্দ নয়।তবে ব্যাট হাতে এখানে ততটা উজ্জ্বল ছিলেন না।২২ ইনিংসে তাঁর রান মাত্র ৩৯৪,গড় ১৮.৭৬,ফিফটি মাত্র একটি।সংক্ষিপ্ত মূল্যায়ন: নেতৃত্বের যাত্রা শেষ হলেও অর্জন আছেনাজমুল হোসেন শান্ত হয়তো এখন আর কোনো ফরম্যাটেই অধিনায়ক নন, তবে তাঁর সময়কালে কিছু উল্লেখযোগ্য অর্জন ও উন্নতি দেখা গেছে।টেস্টে সবচেয়ে বেশি জয়ের হারব্যাট হাতে নিজের গড় উন্নতটানা জয়ের মধ্যে পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্ওয়ানডেতে ধারাবাহিক রান সংগ্রহ তবে টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতা ও নেতৃত্বে ধারাবাহিকতার ঘাটতি হয়তো তাঁকে নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দিল।
মন্তব্য (০)