চট্টগ্রামে ভোররাত থেকে শুরু হওয়া অবিরাম ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার ফলে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।আজ বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মাত্র তিন ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। আগের ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৬৮ দশমিক ৬ মিলিমিটার। হঠাৎ এ বৃষ্টিতে জিইসি মোড়, কাপাসগোলা, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও হালিশহরের কিছু স্থানে গোড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমে।স্থানীয়দের ভাষ্য মতে, কিছু এলাকায় অর্ধেক থেকে এক ঘণ্টা পর্যন্ত পানি জমে থাকে। আগ্রাবাদ এলাকায় কর্মরত এক বেসরকারি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, “অফিসে যাওয়ার পথে হাঁটু পানি পেরোতে রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঘুরপথে যেতে হয়েছে।” এমন অভিজ্ঞতা আরও অনেক নগরবাসীর হয়েছে বলে জানা গেছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট একটি লঘুচাপ এবং বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৪৯ কোটি টাক
ার চারটি প্রকল্প বাস্তবায়নে রয়েছে। এসব প্রকল্পের মধ্যে সিডিএ দুটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প পরিচালনা করছে। যদিও কাজ শুরু হয়েছে ৫ থেকে ১১ বছর আগে, এখনো প্রকল্পগুলোর কাজ পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত ৮ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় হয়েছে। যদিও কর্তৃপক্ষ দাবি করছে, কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে পাঁচটি বৈঠকে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করা হয়েছে। তারপরও বৃষ্টির সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া প্রশ্ন তুলছে প্রকল্পের বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে।চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, “সকালে জোয়ারের কারণে শুলকবহরসহ কিছু এলাকায় পানি জমে। তবে পানি বেশিক্ষণ স্থায়ী হয়নি, দ্রুতই নেমে গেছে।” নগরবাসীরা বলছেন, বর্ষার শুরুতেই জলাবদ্ধতার এ চিত্র যদি হয়, তাহলে মৌসুমি বৃষ্টির চূড়ান্ত পর্বে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দ্রুত প্রকল্পসমূহের কার্যকর সমাপ্তি ও বাস্তবায়ন না হলে চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার আশা দুরাশায় পরিণত হবে।
মন্তব্য (০)